মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বিজয়নগর দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত-১৫০ , পরিস্তিতি নিয়ন্ত্রনে র‍্যাব মোতায়েন ।

attack=================জুয়েল : গত ঈদুল ফিতরের দিন বিজয়নগরের ইছাপুরা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আকতার হোসেন ও সাবেক চেয়ারম্যান  বকুল হোসেনের লোকদের মাঝে সংঘটিত ঝগড়ার জের ধরে গতকা এবং আজ খাদরা ইল ও ডালপা দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে । প্রত্যক্ষদর্শী থেকে জানা যায় এতে উভয় পক্ষের প্রায় দেড়শতাধিক লো আহত  এর মধ্যে কয়েকজনের অবস্তা আশঙ্কা জনক। পরিস্তিতি নিয়ন্ত্রনে পুলিশের পাশাপাশি র‍্যাব মোতায়েন করা হয়েছে  এর মধ্যে ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

এ বিষয়ে বিজয়নগর থানার  ভারপ্রাপ্ত ইনচার্জ গোলাম রসুল নিজামির কাছে জানতে চাওয়া হলে তিনি জানান পরিস্তিতি নিয়ন্ত্রনে সতর্ক অবস্তানে আছে পুলিশ। 

এলাকাবাসীর অভিযোগ পুলিশের দূর্বলতার কারনেই বারবার ঝগড়া হচ্ছে । দুই দলের নেতাদের সাথেই পুলিশের ভালো সমপর্ক তাই পুলিশ শক্ত পদক্ষেপ নিতে পারছেনা।