বিজয়নগর দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত-১৫০ , পরিস্তিতি নিয়ন্ত্রনে র্যাব মোতায়েন ।
জুয়েল : গত ঈদুল ফিতরের দিন বিজয়নগরের ইছাপুরা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আকতার হোসেন ও সাবেক চেয়ারম্যান বকুল হোসেনের লোকদের মাঝে সংঘটিত ঝগড়ার জের ধরে গতকাল এবং আজ খাদরা ইল ও ডালপা দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে । প্রত্যক্ষদর্শী থেকে জানা যায় এতে উভয় পক্ষের প্রায় দেড়শতাধিক লোক আহত হয় এর মধ্যে কয়েকজনের অবস্তা আশঙ্কা জনক। পরিস্তিতি নিয়ন্ত্রনে পুলিশের পাশাপাশি র্যাব মোতায়েন করা হয়েছে । এর মধ্যে ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ গোলাম রসুল নিজামির কাছে জানতে চাওয়া হলে তিনি জানান পরিস্তিতি নিয়ন্ত্রনে সতর্ক অবস্তানে আছে পুলিশ।
এলাকাবাসীর অভিযোগ পুলিশের দূর্বলতার কারনেই বারবার ঝগড়া হচ্ছে । দুই দলের নেতাদের সাথেই পুলিশের ভালো সমপর্ক তাই পুলিশ শক্ত পদক্ষেপ নিতে পারছেনা।