শুক্রবার, ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

কসবায় বর্ষণের পানির তোড়ে রেল সেতু ঝুঁকিপূর্ণ

railway brigeগত কয়েক দিনের অবিরাম বর্ষণের পানির তোড়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবার একটি রেল সেতু ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ক্ষতিগ্রস্ত সেতুর ওপর দিয়ে ধীর গতিতে ট্রেন চালানোর নির্দেশনা দেয়া হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের টানা বর্ষণে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ ও সালদানদী স্টেশনের মাঝামাঝি একটি সেতুর নিচ দিয়ে তীব্র গতিতে পানি প্রবাহিত হচ্ছে। গত বৃহস্পতিবার সেতুর মাটি ধরে রাখার ওয়িং ওয়ালের কিছু অংশ ভেঙে যায়। এ ছাড়া পানির তোড়ে সেতুর নিচ থেকে মাটি সরে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। যে কারণে নির্দেশনা অনুযায়ী ওই সেতুর ওপর দিয়ে কম গতিতে ট্রেন চলাচল করছে।
রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (কুমিল্লা) মো: ইরফানুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত সেতুর ওপর দিয়ে এখন ট্রেন চলাচল করছে। সেতুটি পুরোপুরি মেরামতের জন্য ইতোমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে।