শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৬ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া কালো পতাকা মিছিল ও ১৯ আগস্ট সম্প্রচার নীতিমালার প্রতিবাদে বিক্ষোভ।

bnpgazaপ্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আগামী ১৬ই আগস্ট শনিবার ফিলিস্তিনের গাজায় ইসরাইলী বর্বর হামলার প্রতিবাদে কালো পতাকা মিছিল এবং আগামী ১৯ আগস্ট মঙ্গলবার জাতীয় সম্প্রসার নীতি মালার খসড়া প্রনয়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সকাল ১০টায় শহরের রেলগেইট চত্বর থেকে অনুষ্ঠিত হইবে। উক্ত কর্মসূচীগুলো সফল করার জন্য গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক যৌথ আলোচনা ও পরামর্শ সভা কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এডঃ হারুন আল রশিদের মৌলভীপাড়াস্থ বাসভবনে অনুষ্ঠিত হয়। উক্ত যৌথ আলোচনা ও পরামর্শ সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নব গঠিত আহবায়ক কমিটির আহবায়ক ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি। উক্ত যৌথ আলোচনা ও পরামর্শ সভায় আগামী ১৬ ও ১৯ আগস্টের দুই দিনের কর্মসূচীকে সফল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা বিএনপির নব গঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ জহিরুল হক খোকন, যুগ্ম আহবায়ক মোঃ জিল্লুর রহমান, এডঃ শফিকুল ইসলাম, মোবারক মুন্সী, এডঃ গোলাম সারোয়ার খোকন, এডঃ আনিছুর রহমান মঞ্জু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজিম, আবু শামীম মোঃ আরিফ (ভিপি শামীম), জামাল কমিশনার, মোঃ মনির হোসেন, মোঃ আলী আজম, ইয়াছিন মাহমুদ, এডঃ ইসমত আরা সুলতানা সহ সকল ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত যৌথ আলোচনা ও পরামর্শ সভা সার্বিকভাবে পরিচালনা করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হাজী সিরাজুল ইসলাম সিরাজ।

এ জাতীয় আরও খবর