মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

জন্মদিনের কেক কাটলেন খালেদা জিয়া

kake khaledaডেস্ক রির্পোট : নিজের জন্মদিন উপলক্ষে কেক কাটলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার ১২টা ১ মিনিটে বিএনপির গুলশান রাজনৈতিক কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন তিনি।

নিজের জন্মদিন আনুষ্ঠানিকভাবে পালন না করলেও বিএনপি এবং এর অঙ্গসংগঠনের প
ক্ষ থেকে আনা কেক কাটা অনুষ্ঠানে প্রতিবারের মতো এবারো যোগ দেন খালেদা জিয়া। তা মাদরাসা, এতিমখানা ও ভবঘুরে প্রতিষ্ঠানের মধ্যে বিতরণ করা হবে।

কেক কাটা অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমানউল্লাহ আমানসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।