শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইবোলা ভাইরাস প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট সর্তকতা

Akura checkpostপ্রতিনিধি: ইবোলা ভাইরাস প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট  সর্তক অবস্থায়  রয়েছে। ভাইরাস বহণকারী কেউ যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছে ইমিগ্র্রেশন পুলিশ সহ স্বাস্থ্য বিভাগ । ডাঃ মোঃ রায়হান উদ্দিন ভ’ইয়ার নেতৃত্বে ৬ সদস্যের মেডিকেল টীম ভারত থেকে আসা পাসপোর্টধারীদের স্বাস্থ্য পরীক্ষা করছেন। ব্রাহ্মণবাড়িয়া  জেলা পুলিশের বিশেষ শাখার ডি আই ওয়ান মাইনুদ্দিন আহমেদ জানান, ইবোলা ভাইরাস প্রতিরোধে আখাউড়া চেকপোস্ট এলাকায় কড়া নজরদারি সহ ইমিগ্রেশন সকর্ত অবস্থায় রযেছে।  
ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ শওকত হোসেন জানান, চেকপোস্ট দিয়ে ভারতীয় নাগরিক সহ ভারত ফিরে আসা পাসপোর্ট যাত্রীরা কেউ ইবোলা ভাইরাসে আক্রান্ত কিনা তা পরীক্ষা করা হচ্ছে। গত ১১ আগস্ট থেকে ৬ সদস্য বিশিস্ট মেডিকেল টীম কাজ করছে। বুধবার পর্যন্ত ভাইরাস আক্রান্ত কাউকে পাওয়া যায়নি। 

 

এ জাতীয় আরও খবর