মোটর সাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা নামক স্থানে মোটর সাইকেলের ধাক্কায় আহত শেখ আলী আহাম্মদ (৬৫) নামের বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ঈদের দিন দুপুরে তিনি মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আলী আহাম্মদ গুরুতর আহত হলে তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল ও পরে ঢাকায় পাঠানো হয়। ঢাকার ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তিনি মারা যান।
উল্লেখ্য, নিহত শেখ আলী আহাম্মদ সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন্স ক্লাবের সাবেক জেলা গভর্ণর ফিরোজৃুর রহমান ওলিও’র চাচাতো ভাই। আজ শনিবার বিকেলে নিহতের লাশ গ্রামের বাড়ি রাধিকায় আনা হয়।