সভাপতিকে ছাতা দিতে দেরী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় একটি প্রাইভেট ক্লিনিকে ছাত্রলীগের হামলা- ভাংচুর
আমির জাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহকে ছাতা দিতে দেরী হওয়ায় একটি প্রাইভেট ক্লিনিকে হামলা ও ভাংচুর করেছে ছাত্রলীগের ক্যাডাররা। আজ শনিবার দুপুরে জেলা সদর হাসপাতাল সংলগ্ন ক্রিসেন্ট ডায়াগনষ্টিক সেন্টারে হামলা-ভাংচুর করা হয়।জানা গেছে, আজ শনিবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ তার স্ত্রীকে চিকিৎসা করাতে নিয়ে আসেন ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টারে।
দুপুর ২টার দিকে হঠাৎ বৃষ্টি নামলে মাসুম বিল্লাহ ক্লিনিকের অভ্যর্থনা কেন্দ্রের লোকদের কাছে একটি ছাতা চান। ছাতা দিতে দেরী হওয়ায় তার সাথে ক্লিনিকের কর্মচারীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে একটি ছাতা দেয়া হলে তিনি ছাতাটি না নিয়ে ক্লিনিক ত্যাগ করেন।
মাসুম বিল্লাহ চলে যাওয়ার পর ছাত্রলীগ নেতা হিমেলের নেতৃত্বে ছাত্রলীগের ক্যাডাররা এসে ক্লিনিক ব্যাপক ভাংচুর করে। এসময় ওই সড়কে সকল দোকানপাট বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কামাল পাশা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এ ব্যাপারে ক্রিসেন্ট ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক ডাঃ রানা নুরুস শামস জানান, জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহকে ছাতা দিতে দেরী হওয়ায় তার অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন তাকে ছাতা দিতে দেরী হওয়ায় তিনি ছাতা না নিয়েই চলে যান। পরে তার অনুসারীরা আমাদের প্রতিষ্ঠান ভাংচুর করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্ল¬াহ বলেন, ছাতা না দেয়ায় প্রথমে আমি আমার পরিচয় দেই। পরে ছাতা দিতে দেরী হওয়ায় তাদেরকে ধমক দিয়ে চলে যাই। তিনি বলেন, এই অপ্রীতিকর ঘটনার জন্য আমি দুঃখিত।