মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সভাপতিকে ছাতা দিতে দেরী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় একটি প্রাইভেট ক্লিনিকে ছাত্রলীগের হামলা- ভাংচুর

masum billahআমির জাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহকে ছাতা দিতে দেরী হওয়ায় একটি প্রাইভেট ক্লিনিকে হামলা ও ভাংচুর করেছে ছাত্রলীগের ক্যাডাররা। আজ শনিবার দুপুরে জেলা সদর হাসপাতাল সংলগ্ন ক্রিসেন্ট ডায়াগনষ্টিক সেন্টারে হামলা-ভাংচুর করা হয়।জানা গেছে, আজ শনিবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ তার স্ত্রীকে চিকিৎসা করাতে নিয়ে আসেন ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টারে।

দুপুর ২টার দিকে হঠাৎ বৃষ্টি নামলে মাসুম বিল্লাহ ক্লিনিকের অভ্যর্থনা কেন্দ্রের লোকদের কাছে একটি ছাতা চান। ছাতা দিতে দেরী হওয়ায় তার সাথে ক্লিনিকের কর্মচারীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে একটি ছাতা দেয়া হলে তিনি ছাতাটি না নিয়ে ক্লিনিক ত্যাগ করেন।
মাসুম বিল্লাহ চলে যাওয়ার পর ছাত্রলীগ নেতা হিমেলের নেতৃত্বে ছাত্রলীগের ক্যাডাররা এসে ক্লিনিক ব্যাপক ভাংচুর করে। এসময় ওই সড়কে সকল দোকানপাট বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কামাল পাশা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এ ব্যাপারে ক্রিসেন্ট ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক ডাঃ রানা নুরুস শামস জানান, জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহকে ছাতা দিতে দেরী হওয়ায় তার অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন তাকে ছাতা দিতে দেরী হওয়ায় তিনি ছাতা না নিয়েই চলে যান। পরে তার অনুসারীরা আমাদের প্রতিষ্ঠান ভাংচুর করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্ল¬াহ বলেন, ছাতা না দেয়ায় প্রথমে আমি আমার পরিচয় দেই। পরে ছাতা দিতে দেরী হওয়ায় তাদেরকে ধমক দিয়ে চলে যাই। তিনি বলেন, এই অপ্রীতিকর ঘটনার জন্য আমি দুঃখিত।


 

এ জাতীয় আরও খবর

চেন্নাইয়ের পঞ্চম শিরোপা

শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সেনা সদস্য প্রেরণকারী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমান আর নেই

এ সপ্তাহে শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ

বিচ্ছেদের খবর ভিত্তিহীন: সৃজিত

প্রিয় অভিনেতাকে সামনে দেখে যা করলেন জয়া

হজে যাচ্ছেন পাকিস্তানের একঝাঁক ক্রিকেটার, মাকেও নিচ্ছেন বাবর

সব দেশকে বলেছি রোহিঙ্গাদের নিয়ে যান: পররাষ্ট্রমন্ত্রী

মৌসুমের আগেই ডেঙ্গুরোগীর সংখ্যা পাঁচগুণ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি

শরীরের নয়, সমাজেরও রোগ সারাতে কাজ করেছেন ডা. জাফরুল্লাহ

সেই মোতালেবের পেট থেকে বের হলো আরও ৮টি কলম