বুধবার, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ব্রা‏হ্ম‏ণবাড়িয়া জেলা সিভিল সার্জনের বিরুদ্ধে ২ কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ

Brah civilআমির জাদা চৌধুরী :স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে কসবা-আখাউড়ার স্বাস্থ্য সহকারী শূন্যপদে নিয়োগ দানে ব্রা‏হ্ম‏ণবাড়িয়া জেলা সিভিল সার্জনের বিরুদ্ধে ২ কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে পুরো কসবা-আখাউড়ায় তোলপার সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক তার নির্বাচনী এলাকায় স্বাস্থ্য সহকারী পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে কসবা উপজেলায় ১৪ ও আখাউড়া উপজেলায় ৮ জনকে চাকুরি দেয়ার জন্য সুপারিশ করেন। মন্ত্রীর সততার সুযোগে ব্রা‏হ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন তাদের চাকুরী না দিয়ে বিএনপি জামাতের লোকজনদের চাকুরী দেন। এতে মন্ত্রীর নির্বাচনী এলাকায় চরম অসন্তোষ বিরাজ করছে। কসবার  জহির উদ্দিন নামের একজন চাকুরী প্রার্থী বলেন আমার চাকুরির বয়স প্রায় শেষ। এটা আমার শেষ সুযোগ ছিল। নিবৃাচনী পরীক্ষয় ও পাশ করেছি। কিন্তু নিয়োগ ক্ষেত্রে বিধিমালা না মেনে সিভিল সার্জনের ঘুষ-বাণিজ্যের মাধ্যমে কসবা-আখাউড়ায় চাকুরী দিয়েছেন। আখাউড়ার সৃজন নামে এক পরীক্ষার্থীও  একই অভিযোগ করেন। এ ব্যাপারে মন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারী এডভোকেট রাশেদুল কায়সার জীবনের সাথে যোগাযোগ করে হলে তিনি বলেন কসবা-আখাউড়া নিয়োগে সিভিল সার্জন বিধিমালা অনুসরণ না করে সম্পুর্ণ দুর্নীতির মাধ্যমে ২২ জনকে নিয়োগ দিয়েছেন। এ ব্যাপারে জেলা সিভিল সার্জন নারয়ণ চন্দ্র দাসকে তার মোবাইল (০১৭৩২৯৪৮১০৬) নাম্বারে ১৮ বার কল দিলেও তিনি কল রিসিভ করেননি। ফলে তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

 

এ জাতীয় আরও খবর