শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থান

kaberডেস্ক রিপোর্ট : দূর থেকে দেখলে মনে হবে গিঞ্জি কোনো শহর। ছোট-বড় ভবনগুলোর মাঝে শ্বাস ফেলার জায়গা নেই। কিভাবে মানুষ এখানে বসবাস করে- এ প্রশ্নও মনে উদয় হতে পারে। কিন্তু হাজার হাজার মানুষ এখানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। আসলে এটি কোনো গিঞ্জি শহর নয়, ওয়াদী আল-সালাম অর্থাৎ ‘শান্তি উপত্যকা’। পৃথিবীর সবচেয় বড় কবরস্থান এটি।

কবরস্থানটি ১৪ শ’ বছর পুরনো। ইরাকের রাজধানী বাগদাদের পবিত্র নাজাফ নগরীতে এটি অবস্থিত।
‘শান্তি উপত্যকা’র যত দূর পর্যন্ত চোখ যাবে শুধু কবর আর কবর। এই কবরস্থানটিতে ৫০ লাখেরও বেশি কবর আছে। দিন দিন কবরের সংখ্যা বেড়েই চলছে।
প্রতিবছর প্রায় পাঁচ লাখ মানুষকে এখানে কবর দেয়া হয়।
ইরাকের শিয়া মুসলমানদের প্রথম ঈমাম আলী ইবনে আবি তালিবের সমাধিস্থলের পাশেই কবরস্থানটির অবস্থান। সেখানকার সব শিয়া মুসলমানকেরই শেষ ঠিকানা হয় এই কবরস্থান।

এ জাতীয় আরও খবর