শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজা নয়, ওজিল সাহায্য পাঠাচ্ছেন ব্রাজিলে

ojilখবর বেরিয়েছিল- ফিলিস্তিন ভূখ-ের গাজা উপত্যাকার নিপীড়িত-আহত শিশুদের চিকৎসার জন্য আর্থিক সাহায্য দিবেন জার্মানির মিডফিল্ডার মেসুত ওজিল। কিন্তু আজ এ খবরকে ভুয়া বললেন ওজিলের প্রতিনিধি রোল্যান্ড এইটেল। তিনি বলেন, ‘মেসুত ওজিলের গাজার শিশুদের আর্থিক সাহায্যের সংবাদ মিথ্যা। ভবিষ্যতে এমনটা হলে হতেও পারে। কিন্তু আমি কিছু জানি না।’ ওজিল গাজার শিশুদের সাহায্য না করলেও সাহায্য করছেন ব্রাজিলের অসুস্থ গরীব শিশুদের। ব্রাজিলের মাটি থেকে বিশ্বকাপ জিতে এসেছে মেসুত ওজিলের জার্মানি। বিশ্বকাপের উদ্দেশ্যে ব্রাজিলের যাওয়ার পর তিনি একটি দাতব্য সংস্থার মাধ্যমে ৯জন গরীব অসুস্থ শিশুর অপারেশনের আর্থিক সাহায্য করেছিলেন। ব্রাজিলের জণগনের আতিথেয়তায় মুগ্ধ জার্মানির এ মুসলিম খেলোয়াড়। তাই বিশ্বকাপ জিতে দেশে ফিরে ব্রাজিলের আরও ১৯জন গরীব শিশুর অপরারেশনের খরচ দেয়ার ঘোষণা দিলেন তিনি। নিজের ফেইসবুকে ওজিল নিজেই এ কথা জানিয়েছেন। এ জন্য বিশ্বকাপ থেকে অর্জিত বোনাসের পুরোটাই তিনি দিয়ে দিবেন। যার পরিমাণ ২৪০,০০০ পাউন্ড। এছাড়া দলের অন্যান্য খেলোয়াড়দের কাছ থেকেও টাকা তুলে নিনি ব্রাজিলে পাঠাবেন বলে জানিয়েছেন ওজিল। নিজের ফেইসবুকে ওজিল লিখেছেন, ‘প্রিয় সমর্থকবৃন্দ, বিশ্বকাপ শুরু হওয়ার আগে আমি ব্রাজিলের গরীব অসহায় ৯টি অসুস্থ শিশুর অপারেশনের অর্থ যোগান দিয়েছিলাম। আমরা বিশ্বকাপ জিতেছি। এখন শুধু আমি নই, দলের সব সদস্যদের কাছ থেকে টাকা তুলে ব্রাজিলের ১৯জন অসুস্থ শিশুর অপারেশনের ব্যবস্থা করছি। ব্রাজিলের মানুষের আতিথেয়তায় আমি মুগ্ধ।’

এ জাতীয় আরও খবর