শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘গাড়ি পোড়ালে আমরা রামকৃষ্ণ মিশনে বসে থাকবো না’

Nasimআওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপির উদ্দেশ্যে বলেছেন, 'ঈদের পর আন্দোলন করবেন ভালো। কিন্তু আন্দোলনের নামে গাড়ি পোড়ালে আমরা রামকৃষ্ণ মিশনে বসে থাকবো না। ঈদের পরও আমাদের উন্নয়ন কাজ চলবে।'

আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত ‘শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় অর্জন, উন্নয়ন ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'আমরা বিরোধী দলে থাকতে আন্দোলন করেছি। তখনও সরকার পড়েনি। নির্বাচিত সরকারের বিরুদ্ধে যত আন্দোলনই হোক লাভ নেই। ১৯৯১, ২০০১ সালের পর আমরাও আন্দোলন করেছি। অনেক প্রাণ ঝরেছে। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরেই তারা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে।'

নাসিম বলেন, 'আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। নির্বাচনে ৪০ শতাংশ মানুষ ভোট দিয়েছে। দুনিয়ার কোনো দেশ নেই যে দেশে বিরোধীদল নির্বাচনে অংশ না নিলে নির্বাচন হবে না। নির্বাচন না হলে দেশ থাইল্যান্ড হতো।'

তিনি বলেন, 'দেশ এগিয়ে যাচ্ছে। খালেদা জিয়া আপনি সব হারিয়েছেন। একূল-ওকূল সব হারিয়েছেন। বিরোধীদলের নেতাও এখন রওশন এরশাদ। প্রস্তুত হোন। ২০১৯ সালে নির্বাচন হবে।'

 

এ জাতীয় আরও খবর