শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সড়ক দূর্ঘটনায় মারাত্বক আহত হয়ে মোঃ কবির হোসেন তার দুটি পা হারিয়ে পরিবার পরিজন নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে ॥

DSCN3750বার্তা কক্ষ সম্প্রতি একটি সিএনজি ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে উভয় যানের ৫/৬ জন যাত্রী গুরুতর আহত হয়। তন্মধ্যে কসবা উপজেলার সৈয়দাবাজ গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র কাচ্চামাল ক্ষুদ্র ব্যবসায়ী মোঃ কবির হোসেন মারাত্বক জখম হয়ে তার দুটি পা আক্রান্ত হলে ডাক্তার তার একটি পা সম্পূণ এবং অপর একটি পা অর্ধাংশ কেটে ফেলে। বর্তমানে মোঃ কবির হোসেন পুঙ্গত্ব বরন করছে এবং চলাফেরা করতে পারছেনা। এখনও তার দুপায়ে পচন লেগে আছে প্রতিদিন দামী দামী ঔষদ কেনার কোন টাকা পয়সা তার কাছে নেই।
এ প্রতিবেদক এর কাছে অশ্রুস্থল কন্ঠে কবির হোসেন বলেন যদি কোন সহৃদয়বান ব্যক্তি তার জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন এবং চিকিৎসার দায়ীত্ব নেন তবে হয়ত সে বেঁচে থাকতে পারবে।
মোঃ কবির হোসেন স্ত্রী, বিধাব মা ও ১ পুত্র ১ কন্যা সন্তান নিয়ে একবেলা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। সমাজের বিত্তবান ব্যক্তি বর্গেও কাছে মোঃ কবির হোসেন তার সুচিকিৎসার খরচ একটি হুইল চেয়ারের দাবী জানিয়ে তার প্রতি সাহায্য ও চিকিৎসার হাত প্রসারিত করার জন্য বিনয় অনুরোধ করেছে।