শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আজকের কৃতি শিক্ষাথীরা আগামী দিনে বাংলাদেশে উন্নয়নের সূচনা —-ড.মুহাম্মদ মোশাররফ হোসেন

111111111বার্তা কক্ষঃজাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এস.এস.সি জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০১৪। শুক্রবার সন্ধ্যা ৬ টায় স্থানীয় সুর সম্রাট দি আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এস.এস.সি জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি ডাঃ আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড.মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধক্ষ্য সোপানুল ইসলাম সোপান প্রমূখ। কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড.মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, আজকের কৃতি শিক্ষাথীরা আগামী দিনে বাংলাদেশে উন্নয়নের সূচনা, শক্তি হিসেবে দাড়াবে এবং আলোকিত ব্যাক্তি হিসেবে পরিচয় দেবে। অনুষ্ঠানে সাঈম ইসলাম আদনান এবং ঐশী বিনতে মোর্শেদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধনা অনুষ্ঠানের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, সংবর্ধনা অনুষ্ঠানের সদস্য সচিব মোঃ আশারাফ উদ্দিন, শিশুকণ্ঠর সম্পাদক মোঃ জুয়েল রহমান, মাহবুব আলম,নিতিশ রায়, এনামুল হাসান সমীর। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ তানভির, আলী হায়দার শুভ, সাবিকুন্নাহার সোমা, জুবায়ের খন্দকার জুব, অলল, রবিন, অনিক, অমি সহ আরো অনেকে। অনুষ্ঠানে উপস্থিত ২৯০ জন শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়। সংবর্ধনা শেষে সাংস্কৃতি অনুষ্ঠানের জয়া দাসের উপস্থাপনায় সংগীত পরিবেশন করেন, ফাইরোজ আতকিয়া প্রমি, সুমাইয়া ,শান্তা পাল, অনন্যা, নিলয়, অনিক, শিপন সূত্রধর।

এ জাতীয় আরও খবর