শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দাঁত দিয়ে প্লেন টানলেন তিনি!

plডেস্ক রিপোর্ট: ২০১৩ সালের জানুয়ারি মাস। স্থান বুদাপেস্টের লিসজট বিমানবন্দর। গাঢ় গোলাপি রঙের উইজেয়ার ডটকম লেখা বিশাল এক প্লেন। বিমানবন্দরে একটার পর একটা প্লেন আসবে-যাবে, কোনোটা দাঁড়িয়ে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই প্লেনটার চারপাশে এত হট্টোগোল! চারপাশের মানুষ বড় বড় চোখ করে তাকিয়ে আছে শাদা টি-শার্ট পরা মাথায় চুল কম এক মধ্যবয়সী ভদ্রলোকের দিকে!
ঘটনা কী! আসলে সল্ট সিঙ্কা নামের হঙ্গেরিয়ান এ মানুষটি গোলাপি রঙের উড়োজাহাজে দড়ি বেঁধে দাঁত দিয়ে টেনে সামনে নিয়ে চলেছেন। মাত্র ৫২ সেকেন্ডে উড়োজাহাজটিকে ৩৯.২ মিটার টেনে নিয়ে যাওয়ার ঘটনাটি দেশটির মানুষের কাছে দারুণ কীর্তি হিসেবে স্বীকৃতি তো পায়ই, পাশাপাশি এ ঘটনাটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও ঠাঁই করে নেয়। সবার কাছে পপাই নামে পরিচিত সিঙ্কা প্লেন ছাড়াও বিভিন্ন সময় দাঁত দিয়ে নানা ভারি যানবাহন টেনে তোলার ঘটনাও ঘটিয়েছেন। সূত্র : এবিনিউজ টোয়েন্টিফোর