শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ২৯ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত
পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ২৯ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদরাসাসহ সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকবে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। কলেজের ছুটির বিষয়ে শিগগিরই নতুন আরেকটি আদেশ জারি হতে পারে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এছাড়া প্রাথমিক ও ইবতেদায়ি পর্যায়ে ছুটির ঘোষণাও আলাদা সার্কুলারে জানানো হবে।
এবার প্রথম রোজা থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেয়ার জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৬ জুন মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।