রবিবার, ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শহরের দক্ষিণ পৈরতলায় জ্বলানী তৈলের দোকানের দুর্ধর্ষ চুরি

chori (1)বার্তা কক্ষঃ রোববার পৌর এলাাকার দক্ষিণ পৈরতলা বাসষ্ট্যান্ড সংলগ্ন মেসার্স দিয়া ট্রেডার্স নামে একটি জ্বালানী তৈলের দোকানে দূর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। দোকানের মালিক আব্দুস সালাম জানান, অন্যান্য দিনের মতই রোববার রাত ৯টায় দোকান বন্ধ করে তিনি বাড়ী চলে যান। পরদিন সোমবার সকালে স্থানীয় ফরিদ মিয়া দোকানের সাটারের তালা ভাঙ্গা দেখে তাকে খবর দেন। পরে আব্দুস সালাম দোকানে এসে দেখেন, তার দোকান থেকে ১ লাখ ১৫ হাজার ৮ শত টাকার জ্বালানী তৈল চুরি হয়েছে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আব্দুস সালাম।