শুক্রবার, ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সুইস ব্যাংকের রিপোর্টই বলছে দুর্নীতি বেড়েছে

nikগত কয়েক বছরে সুইস ব্যাংক ও মালয়েশিয়ায় সেকেন্ড হোমের জন্য টাকা পাঠানোর মাত্রা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এসব অর্থ অবৈধভাবেই পাঠানো হয়েছে। কারণ সুইস ব্যাংকে সবাই কালো টাকাই জমা রাখে। আর সুইজারল্যান্ডের সাথে বাংলাদেশের এমন কোন ব্যবসায়িক সম্পর্ক নেই যে যার জন্য সেখানে এদেশের ব্যবসায়ীরা টাকা জমা করবে। বেসরকারি টেলিভিশন গাজী টিভির স্ট্রেইট লাইনে অংশ নিয়ে সাংবাদিক নাঈমুল ইসলাম খান এসব কথা বলেন।
 
তিনি বলেন, ৯৬ এর আওয়ামীলীগ সরকারের শেষ দুই বছর সময় থেকেই বাংলাদেশ দুর্নীতিকে চ্যাম্পিয়ন হতে থাকে। তারই ধারাবাহিকতায় বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকারের সময়ও একই ঘটনা ঘটে। তবে তত্ত্বাবধায়ক সরকারের সময় এর লাগাম যেন টেনে ধরার প্রক্রিয়া শুরু করা হয়।
 
নাঈমুল ইসলাম খান বলেন, দুর্নীতির মাত্রা বাড়ার কারণেই আজ সুইস ব্যাংকে টাকা পাঠানো ৬২ শতাংশে গিয়ে উন্নিত হয়েছে। আবার মালয়েশিয়ায় যারা সেকেন্ড হোম নিয়েছেন তাদের মধ্যে বাংলাদেশই সেরা। এসবই হয়েছে অবৈধ টাকা পাচারের মাধ্যমে।