বুধবার, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

নবীনগর প্রেস ক্লাবের সামনে এক ব্যক্তির মৃত্যদেহ

deidবার্তা কক্ষঃনবীনগর উপজেলা পরিষদ রোডে প্রেস ক্লাবের সামনে(২০/০৬) শুক্রবার সকালে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম শুক্কু মিয়া (৪৫) সে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের আরছপুড় গ্রামের মৃত আব্দুল রহিম মিয়র ছেলে।
জানা যায়, দীর্ঘ দিনের ফুলা এক পায়ের ব্যথায় আহত অবস্থায় নবীনগর বাজারের দোকানে দোকানে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করত নিহত শুক্কু মিয়া।আজ শুক্রবার অনুমানিক সকাল ৯টায় আকাস্মিক প্রেস ক্লাবের সামনে সে মারা যায়। পরে নিহতের চাচাত ভাই শামছুল ইসলাম ওই দিনই লাশ দাফনের জন্য মৃতের নিজ বাড়ি আছপুর গ্রামে নিয়ে যায়।

এ জাতীয় আরও খবর