জাতীয় পর্যায়ে সঙ্গীত প্রতিযোগিতায় “বঙ্গবন্ধু শিশু কিশোর স্বর্ণ পদক” অর্জন করেছে শিল্পী ফ্লোরা।
বার্তা কক্ষঃ ব্রাহ্মণবাড়িয়ার শিল্পী সনজিদা শার্মী ফ্লোরা জাতীয় পর্যায়ে সঙ্গীত প্রতিযোগিতায় “বঙ্গবন্ধু শিশু কিশোর স্বর্ণ পদক” অর্জন করেছে। জাতীয় শিশু দিবস উপলক্ষে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় ফ্লোরা পল্লী গীতি ঘ বিভাগে অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করে এ পদক পেয়েছে। গত ৭ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ উদয়ন স্কুলে এ প্রতিযোগিতার পুরষ্কার ও পদক বিতরণ করা হয়। শিল্পী সনজিদা শার্মী ফ্লোরা ব্রাহ্মণবাড়িয়ার মোঃ আমিরুল হুদা মন্টু ও হেলেনা বেগমের কন্যা। সে বাংলাদেশ টেলিভিশনের সুরকার ও সঙ্গীত পরিচালক বিশিস্ট শিল্পী আলী মোসাদ্দেক মাসুদ এর কাছে বর্তমানে সঙ্গীতে তালিম নিচ্ছে। এ ছাড়াও ফ্লোরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরষ্কার লাভ করে এবং নিয়মিত সঙ্গীত চর্চা করছে। সনজিদা শার্মী ফ্লোরা সকলের দোয়া প্রার্থী।