মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নবীনগর উপজেলায় স্বামীর হাতে স্ত্রী খুন ঘাতক স্বামী পলাতক

khonবার্তা কক্ষঃনবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামে স্ত্রীকে শ্বাসরোদ্ধ করে খুন করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে মৃতের স্বামীর বাড়িতে। এই ঘটনার পর ঘাতক স্বামী পলাতক রয়েছে। জানা যায়, উপজেলার বাড়িখলা গ্রামের মৃত এনামুল হকের ছেলের সাথে কসবা উপজেলার তামান্না(২০) এর সাথে প্রায় তিন বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। এরই জের ধরে স্ত্রীকে শ্বাসরোদ্ধ করে হত্যা করে স্বামী। এই ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে জেলা মর্গে প্রেরণ করে।