শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গতকাল ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০১৪-১৫ অর্থ বছরের চুয়ান্ন কোটি ষাট লক্ষ ছাপান্ন হাজার টাকার বাজেট ঘোষনা করা হয়।

DSC00084বার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০১৪-১৫ অর্থ বছরের প্রস্তাবিত চুয়ান্ন কোটি ষাট লক্ষ ছাপান্ন হাজার টাকা উন্নয়ন বাজেট ঘোষনা করা হয়েছে।বাজেট ঘোষনা করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি, জননেতা মোঃ হেলাল উদ্দিন। ২০১৪-২০১৫ সনের প্রস্তাবিত বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৫৪ কোটি ৬০ লক্ষ ৫৬ হাজার টাকা এবং সম্ভাব্য ব্যয় ৫২ কোটি ২৯ লক্ষ ৪৪ হাজার টাকা। সমাপনী স্থিতি ২ কোটি ৩১ লক্ষ ১২ হাজার  টাকা। ২০১৩-১৪ সনের সংশোধিত বাজেটে আয় ৩৭ কোটি ৮২ লক্ষ ৬৮ হাজার  টাকা ও ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ৩২ লক্ষ ১২ হাজার  টাকা এবং সমাপনী স্থিতি ধরা হবে ২ কোটি ৫০ লক্ষ ৫৬ হাজার  টাকা। গতকাল বুধবার সকাল ১১ টায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে বর্নাঢ্য আয়োজনে অনুষ্ঠিত এ বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ সৈয়দ এ.কে.এম. এমদাদুল বারী, ব্রাহ্মণবাড়িয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, বিজয়নগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এড.তানভির ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা, জেলা আওয়ামীলীগ ও ১৪ দল সম্বনয়ক বীরমুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টু, প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন মোঃ শাহ আলম, বীরমুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, বীরমুক্তিযোদ্ধা আবু হুরাইরাহ, মোঃ আজিজুর রহমান, আলাউদ্দিন আলাল প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষা সংস্কৃতির পাদপীঠ এতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বর্তমান পৌর পরিষদের চতুর্থ এবং নিজের নবম বাজেট পেশ করার পূর্বে মেয়র মোঃ হেলাল উদ্দিন মহান আল¬াহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা ও শুকরিয়া জানান। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী বীর মুক্তিযোদ্ধা ও ব্রাহ্মবাড়িয়ার গন্যমান্য প্রয়াত ব্যাক্তির শ্রদ্ধাভরে স্বরণ করেন। ২য় বার মেয়র নির্বাচিত পর ঋণের বোজা মাথায় নিয়ে দায়িত্ব গ্রহনের পর নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও তার সময়ে গৃহিত বিভিন্ন প্রকল্পের উন্নয়ন কর্মকান্ডের বনর্না দিয়ে বিপুল করতালির মাধ্যমে বাজেট উপস্থাপন কালে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া শহরকে আধুনিক,পরিকল্পিত, সিটিকর্পোরেশন মর্যাদা সম্পন্ন শহর হিসেবে গড়ে তোলা হবে। মেয়র বাজেট বাস্তবায়ন ও পৌর আইন মেনে চলার পাশাপাশি শহর কে পরিষ্কার পরিছন্ন রাখতেও সকলের প্রতি আহবান জানান। বাজেট ঘোষনা কালে পৌরমিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধি, জেলা শহরের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ, পৌরসভার কাউন্সিলর, পৌর কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যাবসায়ী নেতৃবৃন্দ, সামাজিক সাষ্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, সরকারি বেসরকারি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি এবং নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন মনিরুল ইসলাম শ্রাবণ। বাজেট ঘোষণার পর দুপুরে পৌরসভা মাহবুবুল হুদা সভা কক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে জেলার সকল ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও স্থানীয় পত্রিকার সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় পৌর মেয়র সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে মাল্টি প্রজেক্টরের মাধ্যমে পৌরসভার উনয়ন কর্মকান্ডের স্বচিত্র প্রতিবেদন প্রর্দশন করা হয়।

এ জাতীয় আরও খবর