শিশুদের মেধা বিকাশে খেলাধুলা অত্যন্ত প্রয়োজন- জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী
বার্তা কক্ষঃসোমবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠে পৌর ক্লাষ্টারের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০১৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও খেলার উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী। সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পিটিআই এর সুপারিনটেনডেন্ট জেসমিন খানম, পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট মোছাঃ ফাহমিদা খাতুন, ৮নং ওয়ার্ডের পৌর কাউন্সিলার এডঃ শাহ আলম প্রমুূখ। খেলায় উদ্বোধনী বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী বলেন, শিশুদের মেধা বিকাশে খেলাধুলা অত্যন্ত প্রয়োজন। তাই বর্তমান সরকার সারাদেশে সকল প্রাথমিক বিদ্যালয়ে দুইজন মহা মানব বঙ্গবন্ধু ও বঙ্গমাতার নামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের আয়োজন করেছে। এটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এই ফুটবল খেলাটি আমাদের ধরে রাখতে হবে। ছোট ছোট শিশুরাই আমাদের ভবিষ্যৎ, তারা একদিন বড় হয়ে দেশের সম্মান বয়ে আনবে। তাই তাদেরকে আমাদের উৎসাহ দিতে হবে। উদ্বোধনী খেলায় পৌর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের দল ১-০ গোলে পিটিআই সংলগ্ন পরিক্ষণ প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের দলকে পরাজিত করে।