শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নাসিরনগরে ডাক বিভাগে লোকবল সংকট

post officeব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের সাথে সরাসরি ডাক ব্যবস্থা না থাকায় জনগনের ভোগান্তি চরমে ,ইন্টারনেট-মেইলের ডিজিটাল যুগে তড়িৎ অনেক কিছু সম্ভব হলেও চিঠিপত্র আদান-প্রদানের মূল মাধ্যম ডাক বিভাগের প্রয়োজনীয়তা এখনো ফুরিয়ে যায়নি। ডিজিটাল যুগে মোবাইল, এস.এম.এস ই-মেইল, ইন্টারনেট ব্যবহার করে প্রয়োজনীয় অনেক কাজ সম্ভব হলেও সরকারি চাকুরি, , অফিস-আদালতের যোগাযোগ এখনো ডাক বিভাগের মাধ্যমেই চলছে নির্বিঘ্নে। কোন কোন ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি চালু হলেও একভাগ কাজ সম্পন্ন করতে এখনো ডাক বিভাগের দ্বারস্ত হতে হচ্ছে সকলকে। যেমন শিক্ষক নিবন্ধন বা চাকুরির আবেদনের ক্ষেত্রে প্রাথমিক আবেদন করা, টেলিটক সিমের মাধ্যমে ফি জমা দেয়া, প্রবেশপত্র ডাউনলোড করা ডিজিটাল ভাবে হলেও আবেদনের প্রিন্ট কপিসহ সার্টিফিকেট কপি উপস্থাপনের জন্য ডাক বিভাগে যেতে হয়। অনেক সরকারি নিয়োগের ক্ষেত্রে এখনো ডাক বিভাগের মাধ্যমে এনালগভাবে সম্পন্ন হয়ে থাকে। এছাড়া ডিজিটাল পদ্ধতির কারণে পূর্বের চেয়ে চিঠিপত্র কম আদান-প্রদান হলেও ডাক বিভাগের মাধ্যমে টাকা পাঠানো খুবই জনপ্রিয় পদ্ধতি হওয়ায় দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীরা ব্যস্ত থাকতে দেখা যায়। এত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নাসিরনগর উপজেলায় দীর্ঘদিন ধরে অনিয়মিতভাবে ডাক আসায় ভোগান্তি হচ্ছে জনগনের। খোজঁ নিয়ে জানা যায়, বছরের পর বছর ধরে অনিয়মিত ডাক আসায় উপজেলার সকল পোষ্ট অফিসগুলো প্রায়ই ডাক শূন্যভাবে দিন কাটাতে হচ্ছে। নাসিরনগর থেকে ডাক ফান্দাউক হয়ে নয়াপাড়া যায়, সেখান থেকে আখাউড়া রেল ষ্টেশন হয়ে ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থানে যায় এবং একই রাস্তায় ডাক আসে। ফলে ব্রাহ্মণবাড়িয়া থেকে নাসিরনগরে ডাক আসতে কোন কোন সময় ৪/৫দিন লাগে। এতে জনগন ডিজিটাল যুগে ডাক পেতে ভোগান্তির শিকার হতে হচ্ছে। নাসিরনগর থেকে ডাক সরাসরি ব্রাহ্মণবাড়িয়া আসা-যাওয়ার এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী হলেও সংশ্লিষ্ট কতৃপক্ষ তা আমলে নিচ্ছে না। নিয়মিত ডাক আসা-যাওয়া না করায় সাব পোষ্ট অফিসগুলো কর্মহীন হয়ে পড়ে। দায়িত্বরত উপজেলা পোষ্ট মাস্টার বাদল চন্দ্র সিংহ রায় বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে জানায় এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত রয়েছে। এর বেশী কিছু বলতে নারাজ। এদিকে উপজেলা পোষ্ট অফিসে জনবল সংকটের কারণে প্রতিদিন গ্রাহকরা হয়রানীর শিকার হচ্ছে। অনেকে ডাকের জন্য অপেক্ষা করে বিরক্ত হলেও ডাক বিভাগের লোকজন কোন সদোত্তর দিতে পারছে না। উপজেলা পোষ্ট অফিসে দীর্ঘদিন ধরে উপজেলা পোষ্ট মাস্টারের পদসহ বেশ কয়েকটি পদ শূণ্য রয়েছে । ডাক পিয়নের ২টি পদের স্থলে ১ জন, অপারেটর ৩টি পদের মধ্যে ২টিই শূণ্য, প্যাকারের ১টি পদের মধ্যে ১টিই শূণ্য রয়েছে। কর্মরত উপজেলা পোষ্ট মাষ্টারের দায়িত্বে রয়েছে একজন অপারেটর। বর্তমানে দায়িত্বরত পোষ্ট মাষ্টার ও ডাক পিয়নকেই অফিসের সকল কার্যক্রম চালাতে হচ্ছে। একাধিক সূত্র জানায়, দীর্ঘদিন যাবৎ এসব পদ শূণ্য পোষ্ট অফিসের কার্যক্রম চালাতে হিমসিম খেতে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। তাছাড়া দীর্ঘদিন সংস্কার না করায় উপজেলা পোষ্ট অফিসের মূল ভবনসহ আবাসিক ভবনের বিভিন্ন স্থান থেকে আস্তর খসে পড়ছে। এদিকে উপজেলার অধিকাংশ পোষ্ট অফিসের নিজস্ব ভবন নেই। জরাজীর্ণ ঘরে কার্যক্রম চলছে দীর্ঘদিন ধরে। বিভিন্ন কারনে পোষ্ট অফিসের উপর আস্থা হারিয়ে ফেলছে সাদারণ মানুষ। ঝুঁকে পড়ছে কুরিয়ার সার্ভিস ও মোবাইল ফোনে। গ্রামীণ জনসাধারণের নিরাপদ যোগাযোগ ব্যবস্থার জন্য সারা দেশের ন্যায় নাসিরনগর উপজেলা পোষ্ট অফিসের আওতায় ১০টি শাখা পোষ্ট অফিস স্থাপিত হয়েছে। অফিস গুলোর বেশীর ভাগই ঘরের বারান্দায়, বাজারের দোকান ঘরে, বাড়িতে স্থাপন করে কোন রকমে কার্যক্রম চলছে যুগ যুগ ধরে। ফলে পোষ্ট অফিসের মূল্যবান চিঠিপত্র, পার্সেল ডকুমেন্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র অযত্নে-অবহেলায় পড়ে থাকছে সর্বদা। এছাড়াও বিলম্বে ডাক আসায় ও গুরুত্বপূর্ণ চিঠিপত্র সঠিক সময়ে বিলি না হওয়ায় সর্বদা সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় কর্তৃপক্ষে। অনেকে চাকরির যোগদান পত্র ও ভাইভা কার্ডও পায় না সময়মত। এ অবস্থায় সাধারণ মানুষ দিনে দিনে পোষ্ট অফিসের উপর আস্থা হারিয়ে কুরিয়ার সার্ভিসের উপর নির্ভর করছে। অভিজ্ঞমহল মনে করেন এভাবে চলতে থাকলে রাষ্ট্রীয় সেবার প্রতি মানুষের আস্থা আরও কমে যাবে। তাই এলাকাবাসীর স্বার্থ বিবেচনা করে জনগনের সেবার প্রতি সচেতন হয়ে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আর্কষনসহ দ্রুত এ অবস্থার পরিবর্তন দরকার।

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা