বিশ্বকাপ জ্বরে মিরপুরের গ্যালারি ফাঁকা
ফুটবল বিশ্বকাপের প্রভাব পড়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেও। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হোম সিরিজ। তবুও মাঠে দর্শক খুঁজে পাওয়াটাই কষ্টকর একটি কাজ। গ্যালারির এক তৃতীয়াংশ ফাঁকা।আগে যেখানে কালোবাজারে টিকিট বিক্রি হতো সেখানে মিরপুর স্টেডিয়ামের বাহিরে পাওয়া যায়নি কোন কালোবাজারিকে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও বেশ শান্তিতে কাজ করতে দেখা গিয়েছে।খেলা দেখতে আসা মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থী বলেন, ‘আমি ক্রিকেটের একজন পাগলা ভক্ত। বাংলাদেশের প্রতিটি খেলাই মাঠে এসে দেখা হয়। ফুটবল খেলাও পছন্দ করি। তবে বাংলাদেশের খেলা বলে আগে থেকেই টিকিট কেটে রেখেছিলাম’ ধানমন্ডি থেকে আসা এক দম্পত্তি সাথে আলাপচারিতায় বলেন, ‘ভারত ও বাংলাদেশের খেলা আমাদের দেশে হচ্ছে সেটা কি আর মিস করা যায়। ধোনী-কোহলি আসেনি। ওরা আসলে ওয়ানডে সিরিজটি আরও জমজমাট হতো।এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দ্বিতীয় সারির দল পাঠানোয় ক্ষোভ প্রকাশ করেন অনেক দর্শক। তাদের একজন বলেন, ‘ওরা (ভারত) আমাদের বিপক্ষে সিরিজটিকে হাল্কাভাবে নিছে বলে এরকম দল পাঠিয়েছে।আমারদেকে এই জবাবটা মাঠেই দিতে হবে। বাংলাদেশ যদি প্রতিটি ম্যাচ জিতে যায় তাহলে ধোনী-কোহলিরা পরিবর্তিতে যেকোন ম্যাচ বিনা দ্বিধায় খেলবে।