৯ র্যাব সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণের নির্দেশ
ব্রাহ্মণবাড়িয়ার র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের অধিনায়কসহ নয় সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার এ আদেশ দেন।
এর আগে গত রবিবার র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কমান্ডার মেজর এ জেড এম সাকিব সিদ্দিক, র্যাবের এসআই মোঃ এনামুল হকসহ সাত র্যাব সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। গত ২৯ এপ্রিল মঙ্গলবার নবীনগর উপজেলার বগডহর গ্রামের হাজী রহিস উদ্দিনের পুত্র শাহনুর আলমকে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের এর সদস্যরা গ্রেফতার করে। এরপর পুলিশ হেফাজতে তার মৃত্যু হয় এমন অভিযোগ এনে নিহতের ভাই মেহেদী হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তার আরজি গ্রহণ করা হবে কি না সে বিষয়ে আজ সকালে শুনানি শেষে এই নির্দেশ দেয়া হয়।