শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিজয়নগরে লিচুর বাম্পার ফলন কিন্তু অধীক বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত চাষীরা

lichoসোলায়মান হোসেন জুয়েল : বিজয়নাগর উপজেলায় এবার লিচুর বাম্পার ফলন হয়েছে কিন্তু অধীক বৃষ্টিপাতে সংরক্ষনের কোনো ব্যাবস্তা না থাকায় ঝরে যাচ্ছে লিচু, কৃষকেরা ন্যায্য মূল্য পাচ্ছেনা।বিজয়নগর উপজেলার আদমপুর,পত্তন,পাহাড়পুর,চানপুর,ছতুরপুর,মেরাশানি লিচুর জন্য বিখ্যাত এর মধ্যে আদমপুরের লিচু বেশ জনপৃয়।সরেজমিনে আদমপুরের বিভিন্ন বাগানে ঘুরে দেখা যায় এবার ফলন অনেক ভালো হয়েছে কিন্তু মোষুমের শুরুতে শিলাবৃষ্টি আর এখন বৃষ্টিপাতে ঝরে যাচ্ছে লিচু। ফলে অনেক কম মূল্যে লিচু বিক্রি করতে হচ্ছে। এক বাগান মালিক বোখারী জানায়যে  সরকারীয়ভাবে যদি সংরক্ষনের কন্ন ব্যাবস্তা থাকত তাহলে লিচু নস্ট হতনা। এখানে প্রতি ১০০ টি লিচু প্রায় ২৫০ টাকা থেকে ৩০০ টাকা বিক্রি হচ্ছে। প্রতিদিন শুধু আদমপুর গ্রাম থেকে ই প্রায় লক্ষাধীক টাকার লিচু বিক্রি হচ্ছে। এলাকার চাষীরা জানান সরকারের আরো সহযোগিতা পেলে ফলন আরো বৃদ্দি পাবে।

এ জাতীয় আরও খবর