মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ড্রেনের উপর ময়লা ফেলাই রাস্তা জলাবদ্ধ থাকার অন্যতম কারণ- মেয়র মোঃ হেলাল উদ্দিন।

helal uddin।।বার্তা কক্ষ।।ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন , শহরের রাস্তা ও ড্রেন দূষনের অন্যতম কারণ গৃহস্থলী বর্জ্য। গৃহিনী ও গৃহ কর্মীগন বাড়ির আশে পাশে গৃহস্থলী বর্জ্য ফেলে। তার ফলে রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। অনেক বাড়ির জানালা ও ছাদ থেকেই রাস্তা ও ড্রেনের উপর ময়লা ফেলানো হয়। ড্রেনের উপর ময়লা আর্বজনা ফেলার কারনে ড্রেনেজ ব্যবস্থা বাধা গ্রস্থ হয়ে রাস্তায় পানি জমে থাকে। অধিকাংশ সময় এ সমস্ত ময়লা ফেলানো হয় সকালে। পরিছন্ন কর্মীরা তাদের দৈনন্দিন কাজ শেষ করার পর। এতে করে ঐ ময়লাটি পরদিন সকাল পর্যন্ত রয়ে যায়। যা শহরের পরিবেশ ও ড্রেনেজ ব্যবস্থাকে বিনষ্ট করে। তিনি প্রত্যেক বাড়ির ময়লা নির্ধারিত স্থানে জমা করে রেখে এবং তা পৌর পরিছন্নতা কর্মী দিয়ে যথা সময়ে সরানোর জন্য সহায়তা করার আহ্বান জানান। গতকাল সকালে ফুলবাড়িয়া ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন কালে উপরক্ত বক্তব্য প্রদান করেন। এসময় পৌরসভার প্রকৌশলী বিভাগের কর্মকতাবৃন্দ ও এলাকার অন্যান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।