সোমবার, ২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ঢালিউডের চকলেট গার্ল

Pori moneবিনোদন ডেস্কঃ ফেসবুক বন্ধুর কমেন্টে দারুণ উচ্ছ্বসিত ঢালিউড অভিনেত্রী পরী মনি। এ অভিনেত্রীর ফেসবুকে একজন লিখেছেন ‘চকলেট গার্ল’। এ প্রসঙ্গে পরী তার ফেসবুকে লিখেছেন- ফেসবুকে তো অনেকেই কমেন্ট লিখে। কেউ বলে কিউট, সুইট, বিউটিফুল আরো কত কি! কিন্তু একজন লিখেছে ‘চকলেট গার্ল’। এদিকে নতুন সিনেমা নিয়ে দারুণ ব্যস্ত সময় কাটচ্ছেন পরী মনি। বিএফডিসি’তে পরী মনি অভিনীত ‘মন জানে না মনের ঠিকানা’ সিনেমা শুটিং হচ্ছে। রাইজিংবিডি’কে পরী জানিয়েছেন, আট জুন পর্যন্ত এ সিনমোটির শুটিং হবে। এবার ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতেও অভিনয় করতে দেখা যাবে পরী মনিকে। জানা গেছে, ‘ধূমকেতু’ শিরোনামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান ও পরী। চলতি মাসের ২৪ তারিখ থেকে ছবিটির শুটিং শুরু হবে। ছবিটি পরিচালনা করছেন শফিক হাসান।

পরী অভিনীত ‘রানা প্লাজার রেশমা’ ও ‘ভালোবাসা সীমাহীন’ ছবি দুটো শীঘ্রই মুক্তি পাবে বলে জানা গেছে। এছাড়া পরি অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে রয়েছে অপূর্ব রানার ‘ইনোসেন্ট লাভ’, ওয়াজেদ আলী সুমনের ‘আমার মন জুড়ে তুই’।

এ জাতীয় আরও খবর