শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ড্যাফোডিলে উদ্ভাবনী মেলা

আজ মঙ্গলবার থেকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুইদিনের ‘ড্যাফোডিল- জনবিজ্ঞান উদ্ভাবন মেলা ২০১৪’। মেলায় শহর ও গ্রামের মেধাবী তরুণদের উদ্ভাবিত ২৯টি প্রকল্প প্রদর্শিত হচ্ছে। এ মেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সবার জন্য উন্মুক্ত এই মেলায় নতুন উদ্ভাবনের ভূমিকা, বিজ্ঞান চর্চার সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও সমাধান নিয়ে সেমিনারের আয়োজন রয়েছে।

মেলা উদ্বোধন উপলক্ষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘স্বশিক্ষিত গরিব ও মেধাবী উদ্ভাবকদের উদ্বুদ্ধ করতে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সাহায্যর হাত বাড়িয়ে দিতে হবে। রাষ্ট্র ও সমাজ তাদেরকে সম্মানিত করলে দেশের উদ্ভাবনী কাজ করতে অনুপ্রাণিত হবেন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রকৃতি ও জীবন থেকে শিক্ষিত এই বিজ্ঞানীদের সংবাদ বেশি করে গণমাধ্যমে প্রচার করা প্রয়োজন, এতে করে তারা সমাজে প্রতিষ্ঠা পাবেন।’

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো.সবুর খান বলেন, ‘রাজনীতি সংবাদের পাশে গুরুত্ব দিয়ে তরুণ বিজ্ঞানীদের সংবাদ প্রচার করলে দেশে বেকার লোকের সংখ্যা কমবে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করে বাস্তব জীবনের শিক্ষা প্রয়োজন।’

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম. লুত্ফর রহমান বলেন, স্বশিক্ষিত উদ্ভাবনী এই মেলা প্রতিবছর আয়োজন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক এম জাকির হোসেন, জনবিজ্ঞান ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জাকির হোসেন ও মহাসচিব মো. আইউব হোসেন।

এ জাতীয় আরও খবর