শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৩৪তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়ন শীপ-২০১৪ রাঙ্গামাটির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া ৮ উইকেটে জয়ী

bb crikatবাংলাদেশ ক্রিকেট বোর্ড টুনামেন্ট কমিটির আয়োজনে কক্সবাজারের নব নির্মিত শেখ কামাল আর্ন্তজাতিক স্টেডিয়ামে গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রিকেট দল ৮ উইকেটে রাঙ্গামাটি জেলাকে পরাজিত করে টানা ২য় জয় পায়। গতকাল সোমবার বৃষ্টি বিঘিœত খেলায় ব্রাহ্মণবাড়িয়া টসে জয়লাভ করে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহন করে। নির্ধারিত ২০ ওভারের এই খেলায় রাঙ্গামাটি জেলা ১৮.১ ওভারে মাত্র ৪৬ রানে অল আউট হয়। ব্রাহ্মণবাড়িয়ার পক্ষে জালাল ৩টি,অধিনায়ক সুমন ২টি, প্রসেনজিৎ সিনিয়র ২টি, আলম ২টি, ও মাহিন ১টি উইকেট পায়। বিরতির পর ব্যাট করতে নেমে ব্রাহ্মণবাড়িয়া জেলা ৬.১ ওভারে ২উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। ব্রাহ্মণবাড়িয়ার পক্ষে রবিন সর্বোচ্চ অপরাজিত ৩৩ ও মাহিন ১৩ রান করে। আগামী ৪ জুন ব্রাহ্মণবাড়িয়া ৩য় খেলায় বান্দরবন জেলার বিরুদ্ধে অংশ গ্রহন করবে। এবং ৫ জুন ব্রাহ্মণবাড়িয়া জেলা চট্রগ্রাম জেলার বিরুদ্ধে ৪র্থ খেলায় অংশ গ্রহন করবে। এখানে উল্লেখ্য যে, গত ২৯ মে ব্রাহ্মণবাড়িয়া ও চট্রগামর জেলার মধ্যকার খেলাটি আম্প্যায়র’র একটি ভূল রান আউটের সিদ্ধান্তের কারণে খেলাটি মধ্য পর্যায়ে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ঢাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টুনামেন্ট কমিটি (টেকনিক্যাল কমিটি) সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচটি আগামী ৫ জুন পুনরায় অনুষ্ঠিত হবে।

ব্রাহ্মণবাড়িয়া বনাম চট্টগ্রামের খেলাটি পুনরায় অনুষ্ঠিত হবে

প্রেস বিজ্ঞপ্তি
 

এ জাতীয় আরও খবর