সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বাড়িভাড়া আইনের প্রয়োগ জরুরি ॥

news-image

জহির রায়হান : দেশে বাড়িভাড়া সংক্রান্ত একটি আইন রয়েছে। কিন্তু এ আইনের প্রচার না থাকায় অধিকাংশ মানুষ এ ব্যাপারে কিছুই জানেনা। এর ফলে শহরে বাড়িওয়ালাদের দৌরাত্ম্য সহ্য করে ভাড়াটিয়ারা বসবাস করতে বাধ্য হচ্ছে। কোন কারণ ছাড়াই বছর বছর ভাড়া বৃদ্ধি করা যেন রেওয়াজে পরিণত হয়েছে। আবার অনেক ভাড়া বাড়িতে প্রয়োজনীয় পানি ও গ্যাস পাওয়া যায় না। কিন্তু তাতে কি ! ভাড়া বাড়ানোর ক্ষেত্রে তাদের কোন শিথিলতা নেই।
মূলত বাড়ি ভাড়া আইনের প্রয়োগ, এ আইন বাস্তবায়নে কর্তৃপক্ষের উদাসীনতা ও সঠিক নির্দেশনার অভাবে বাড়িওয়ালারা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। অধিকাংশ মানুষ জানে না, কোথায় গেলে এ বিষয়ে সঠিক প্রতিকার পাওয়া যাবে। ফলে দেশে আইন থাকা সত্বে ও বাড়িওয়ালাদের অনৈতিক ভাড়াবৃদ্ধির বিরুদ্ধে কোন ব্যাবস্থা গ্রহন করা যাচ্ছে না। শহরের প্রতিটি ওয়ার্ড বা স্থানীয় জনপ্রতিনিধিকে বাড়িভাড়া আইন তার এলাকার বাড়িওয়ালারা মেনে চলছে কিনা তা তদারকির দায়িত্ব দেয়া যেতে পারে। যৌক্তিক মাত্রায় বাড়িভাড়া নির্ধারণের পাশাপাশি আইন প্রয়োগের ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিরা ভ’মিকা রাখলে অবস্থার পরিবর্তন হবে বলে আমরা মনে করি।

এ জাতীয় আরও খবর