বুধবার, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল হকের ইন্তেকাল

Late newsব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল হক গতকাল শনিবার দুপুর আড়াইটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ——রাজেউন)। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৯৫ বৎসর। তিনি স্ত্রী ৪ পুত্র ১ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খেওড়া গ্রামের এ শিক্ষক কসবার জমশেদ পুর স্কুলে দীর্ঘদিন এবং ঐতিহ্যবাহী সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ে ৭ বৎসর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। উনার মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে আসে। পারিবারিক সূত্র জানায়, রোববার বাদ জোহর মরহুমের নামাজে জানাজা ও দাফন  কসবার খেওড়া গ্রামে অনুষ্ঠিত হবে।