বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের সময় শেষ।
প্রতিনিধি:
বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ৯ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র দাখিল করেন।
চেয়ারম্যান পদপ্রার্থীগণ হলেন আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থী নুরুল ইসলাম, বিএনপির মাহবুব হাসান বাবু, আবদুল মান্নান, দেওয়ান নাজমুল হুদা, দেওয়ান ফেরদৌসুর রহমান স্বপন, আজিজুল হক খোকা, লিয়াকত আলী ফরিদ,মোঃ নুরুল আমিন এবং দল নিরপেক্ষ প্রার্থী সাইদ উদ্দিন খান জাবেদ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সনি আক্তার সুচি ও জলি আক্তার।
পুরুষ ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা ও মনিরুজ্জামান পামেন , বিএনপির শাহিন আহম্মেদ ও মোঃ শফিকুল ইসলাম।