মায়ের সাথে অভিমান করে মেয়ের আত্মহত্যা
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর, প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার উরখুলিয়া গ্রামে গত (২৭/০৫) মোঃ সাধন মিয়ার কন্যা সাবিনা ইয়াসমিন (১৫) মায়ের সথে অভিমান করে কেরির ঔষধ খেয়ে আত্মহত্যা করেছেন।
জানা যায়,কৃষ্ণনগর হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী সাবিনা ইয়াসমিন তার মা সথে পারিবারিক কথপকথনে কথা কাটা-কাটি হয়। আর এতেই অভিমান করে পাশ্ববতী একটি দোকান থেকে কেরির ঔষধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে সে। তাকে আশংকাজনক অবস্থায় নবীনগর উপজেল স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
উপজেলর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নূরুল হুদা বলেন,প্রথমীক আবস্থায়ই মেয়েটিকে আমাদের কাছে মৃত অবস্থায় অনা হয়। হসপাতালে মেয়েটিকে রেখে পারিবারের লোকজন পালিয়ে যায়।পড়ে মৃত এই মেয়েটিকে আমরা নবীনগর থানায় পেরন করি।
এ ব্যাপারে নবীনগর থানার ওসি জানান, লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে, এ ঘটনায় একটি অপমৃত্য (ইউডি) মামলা করা হয়েছে।