শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কসবায় বাসচাপায় ছাত্রলীগ নেতা নিহত

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাস চাপায় মোবাশ্বের খাঁন (৩২) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুটি চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোবাশ্বের স্থানীয় কুটি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জাজিয়ারা গ্রামের লোকমান খাঁনের ছেলে। 
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, মোবাশ্বের মোটরসাইকেল নিয়ে কুটি থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসার পথে চৌমুহনী এলাকায় বিআরটিসি’র একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

এ জাতীয় আরও খবর