রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শেষ পর্যন্ত সাকিবের প্রশংসা

sakib-gomvirডেস্ক রির্পোট : কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) এ অধিনায়ক সর্তীথ বাংলাদেশি অলরাউন্ডার সাকিবকে ‘সবচেয়ে বড় এবং সত্যিকার গেম চেঞ্জার’ বলে আখ্যায়িত করলেন। গাম্ভীর বলেন, সবচেয়ে বড় বিষয় হলো এই আমাদের দলে সাকিবের মতো একজন সত্যিকার গেম চেঞ্জার রয়েছে। কেকেআর’র সর্বশেষ ম্যাচে সাকিবের পারফরম্যান্সের প্রসঙ্গ টেনে গাম্ভীর বলেন, গত ম্যাচসহ টুর্নামেন্টে দু’টি অবিস্মরণীয় ম্যাচ আমাদের উপহার দিয়েছে সাকিব।
গাম্ভীর বলেন, সুনিল নারানিকে নিয়ে সবাই অনেক আলোচনা করেন। কিন্তু টুর্নামেন্টে সাকিব যে স্পেলে বল করেছে তা একজন সত্যিকার গেম চেঞ্জারের মতোই।
এসময় সাকিবের ব্যাটিংয়ের প্রশংসাও করেন গাম্ভীর। গাম্ভীর বলেন, টি-টোয়েন্টি ফরমেটে মিডলঅর্ডার ব্যাটসম্যানরা যেভাবে রান করতে পারেন তা ওপেনিং ব্যাটসম্যানরা পারেন না। এক্ষেত্রে মিডলঅর্ডার হিসেবে সাকিব সত্যিকার গেম চেঞ্জার। আইপিএলটি২০.কম-এ দেওয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন গাম্ভীর।
এদিকে, আইপিএল’র চলতি আসরে শীর্ষ দশ খেলোয়াড়ের তালিকায় উঠে এসেছেন সাকিব। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলা বাংলাদেশি এ অলরাউন্ডার আইপিএল’র চলতি আসরে (আইপিএল ৭) ৯ নম্বরে অবস্থান করছেন। এছাড়া আইপিএল’র এবারের আসরে ব্যাটসম্যানদের তালিকায় ৩৭তম এবং বোলারদের তালিকায় ২২তম স্থানে অবস্থান করছেন সাকিব। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) এ অলরাউন্ডার ১১ ম্যাচ খেলে ব্যাট হাতে করেছেন ১৯৭ রান। নিয়েছেন ১১ উইকেটও।
এর আগে সাকিবের এ পারফরম্যান্সে কেকেআর’র মালিক কিং খান খ্যাত বলিউড অভিনেতা শাহরুখ খানও সন্তুষ্টি প্রকাশ করেছেন।