৫ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ শুরু
ডেস্ক রির্পোট : পাঁচ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ শুরু হয়েছে।ফেনীর সদরপুরে মালাবাহী ট্রেনের লাইনচ্যুত তিনটি বগি উদ্ধার করায় বুধবার সকাল সোয়া ৯টার দিকে পুনরায় ট্রেন যোগাযোগ শুরু হয়।এর আগে ভোর সোয়া ৪টার দিকে ট্রেনের বগি তিনটি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে কার্যত সারাদেশের সঙ্গে চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকারী ট্রেন এসে বগি তিনটি উদ্ধার করে।
ফেনী রেলওয়ে পুলিশের ইনচার্জ মেজবাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।