আইপিএল’র শীর্ষ ১০ খেলোয়াড়ের তালিকায় সাকিব
আইসিসি ওয়ার্ল্ড র্যাঙ্কিয়ে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে’র (আইপিএল) চলতি আসরে শীর্ষ দশ খেলোয়াড়ের তালিকায় উঠে এসেছেন। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলা বাংলাদেশি এ অলরাউন্ডার আইপিএল’র চলতি আসরে (আইপিএল ৭) ৯ নম্বরে অবস্থান করছেন। এছাড়া আইপিএল’র এবারের আসরে ব্যাটসম্যানদের তালিকায় ৩৭তম এবং বোলারদের তালিকায় ২২তম স্থানে অবস্থান করছেন সাকিব।কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) এ অলরাউন্ডার ১১ ম্যাচ খেলে ব্যাট হাতে করেছেন ১৯৭ রান। নিয়েছেন ১১ উইকেটও। সাকিবের এ পারফরম্যান্সে কেকেআর’র মালিক কিং খান খ্যাত বলিউড অভিনেতা শাহরুখ খানও সন্তুষ্টি প্রকাশ করেছেন।এদিকে, কোয়ালিফায়িং রাউন্ডে মঙ্গলবারের খেলায় কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে সাকিব ভালো পারফরম্যান্স করবে এমনিটই আশা করেছেন দলের সর্তীথরা।