বুধবার, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সরাইলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

lasপ্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের নাম  রোজিনা আক্তার (২০)।


লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। রোববার দুপুরে শাহবাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সরাইলের শাহবাজপুর এলাকার প্রবাসী মহরম আলীর স্ত্রী রোজিনা আক্তারের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ লাশ উদ্ধার করে। তবে রোজিনার পরিবারের দাবি যৌতুকের জন্য তাকে মারধর করা হতো।


সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মুত্যৃর কারণ জানা যাবে। এ ব্যাপারে এখানো মামলা হয়নি।