আনিসুল হকের খেয়াতে তিশা
বিনোদন ডেস্কঃআনিসুল হকের লেখা উপন্যাস ‘খেয়া’ অবলম্বনে নির্মাতা সকাল আহমেদ নতুন একটি ধারাবাহিক নাটক নির্মাণ করছেন। এখানে খেয়ার নাম ভূমিকায় অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা।
এ নাটকে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শর্মিলী আহমেদ, রাইসুল ইসলাম আসাদ, আল মনসুর ও ওয়াহিদা মল্লিক জলি।
তিশা নাটকটি নিয়ে বাংলানিউজকে বলেন, ‘এই চরিত্রটি অনেক সাধারণ একটি মেয়ের কাহিনী নির্ভর। আর সকাল ভাইয়ের সাথে ধারাবাহিকে প্রথমবার কাজ
করছি। আশা করছি, কাজটি সুন্দর হবে।’
আরটিভিতে খুব শিগগিরই এ নাটকটি প্রচার হবে বলে জানা যায়।