আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে ১ ব্যক্তি নিহত
প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে জংশনের সন্নিকটে। নিহতের নাম আব্দুর রহিম-(৪০)। তিনি ঢাকার কুড়িল এলাকার জব্বার মিয়ার ছেলে। আজ শনিবার নিহতের ময়নাতদন্ত সদর হাসপাতাল মর্গে হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুর রহিম শুক্রবার মহানগর গোধূলী ট্রেনে ঢাকা থেকে আখাউড়ায় গিয়ে আখাউড়া স্টেশনের সন্নিকটে আউটারে চলন্ত ট্রেন থেকে নামার সময় ট্রেনের নীচে কাটা পড়ে মারা যান।
এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নূরুল আমীন বলেন, আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করি।