বিজয়নগরে ভোটগ্রহণ চলছে
ডেস্ক রির্পোট : উপজেলা পরিষদ নির্বাচনে দেশের অন্যান্য স্থানের মতো ব্রাহ্মণবাড়িয়ার নবগঠিত বিজয়নগর উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে।
সোমবার সকাল আটটা থেকে উপজেলার ৫৮টি কেন্দ্রে চলছে ভোট। এই উপজেলার ৫১টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলেও এখনো পর্যন্ত কোথাও কোনো নাশকতার খবর পাওয়া যায়নি। তবে এই উপজেলায় প্রথম নির্বাচন হলেও ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। এই উপজেলায় এক লাখ ৪৭ হাজার ৯শ ০২ জন ভোটার রয়েছেন। এদের মধ্যে নারী ভোটার ৭৪ হাজার ৬শ ৫০ জন ও পুরুষ ভোটার ৭৩ হাজার ২শ ৫২ জন। এই উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নিরাপত্তার দায়িত্বে পালন করছেন পুলিশের পাঁচটি স্ট্রাইকিং ফোর্স ও ১০টি মোবাইল টিম, র্যাবের দুইটি ও সেনাবাহিনীর তিনটি করে স্ট্রাইকিং ফোর্স ও বিজিবি স্ট্রাইকিং ফোর্স ১০টি।