আখাউড়ায় গাঁজাসহ নারী আটক
বার্তা কক্ষঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা শহরের কাছ থেকে গাঁজাসহ খোদেজা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে তাকে আটক করা হয়।
আটক খোদেজা আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের জয়নগর গ্রামের প্রবাসী কাউছার মিয়ার স্ত্রী।
আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু কাউছার ভূঁইয়া জানান, দুপুর আড়াইটার দিকে আখাউড়াগামী সিএনজি চালিত একটি অটোরিকশায় তল্লাশি চালায় পুলিশ। এসময় অটোরিকশার যাত্রী খোদেজার সঙ্গে থাকা ব্যাগে তিন কেজি গাঁজা পাওয়ায় গাঁজাসহ তাকে আটক করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাম্মাদ হোসেন সাংবাদিকদের জানান, খোদেজার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।