মুক্তি পেল ‘ওলে ওলা’র ভিডিও
স্পোর্টস ডেস্ক:বিশ্বকাপের আগেই বিশ্বব্যাপী তারকা খ্যাতি পাওয়া আমেরিকান শিল্পী পিটবুল ও পপ সেনসেশন জেনিফার লোপেজ এবার মাতাবেন। আর ২৪ দিন পর ব্রাজিলে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে প্রিয় দলগুলোর গোলের উদযাপনের সঙ্গে সাম্বার তালে তালে নাচাতে অংশ নিলেন তারা। এবারের আসরকে সামনে রেখে তাদের কণ্ঠে ও নাচে গানে ফিফা বিশ্বকাপের অফিসিয়াল সং ‘ওলে ওলা (উই আর ওয়ান)’ ভিডিও মুক্তি পেয়েছে।
উত্সবমুখর উদযাপন এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। এছাড়া ব্রাজিলসহ অন্য দলগুলোর আগের বিশ্বকাপের মুহূর্তগুলোও দেখানো হয়েছে। জেনিফার লোপেজের সঙ্গে আরেক গায়িকা আছেন। ব্রাজিলের গায়িকা ক্লাউদিয়া লেইত্তে ব্রাজিলিয়ান পর্তুগিজ ভাষায় এই ভিডিওতে গানটি গেয়েছেন। ২০১০ সালে শাকিরার কণ্ঠে ‘ওয়াকা ওয়াকা’ গানটি অনেক জনপ্রিয় হয়েছিল। এবার জনপ্রিয় তিন তারকাও ঝড় তুলবেন মনে করা হচ্ছে।