শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুই সন্তানসহ গৃহবধূকে বিষ খাইয়ে হত্যা?

g„cg„mUnZ-300x224ডেস্ক রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডা মৌবাগ এলাকায় গতকাল শুক্রবার মা ও তাঁর দুই সন্তানের মৃত্যুর ঘটনা িনয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। স্বজনদের অভিযোগ, তাঁদের বিষ খাইয়ে হত্যা করা হয়েছে।

তাঁরা হলেন পশ্চিম মেড্ডা এলাকার ছেলু মিয়ার স্ত্রী নার্গিস আক্তার (৩০), তাঁর বড় মেয়ে তারিন (৮) ও ছেলে সাফি (৬)।

এলাকার অনেকে জানান, গতকাল সকালে নিজ বাড়ির শয়নকক্ষে তাঁদের মৃত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনার পর থেকে ছেলু মিয়া (৪০) ও তাঁর দুই ভাই পলাতক রয়েছেন। ছেলু রাজমিস্ত্রির কাজ করতেন৷ মাঝেমধ্যে ট্রাক চালাতেন। পাঁচ ছয়-মাস ধরে তিনি অন্য আরেকজনকে বিয়ে করার জন্য নার্গিসকে প্রায়ই মারধর করতেন।

নার্গিসের বাবা শাহজাহান জানান, নার্গিস তাঁদের মুঠোফোনে জানিয়েছেন, ছেলু নার্গিসকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছেন। যদি নার্গিস বাড়ি থেকে চলে না যান, তা হলে বিষ খাইয়ে মেরে ফেলবেন। তিনি ধারণা করছেন, ছেলুই তাঁদের বিষ খাইয়ে মেরে ফেলেছেন৷ 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস চন্দ্র ঘোষ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষ মেশানো খাবার খেয়েই তাঁদের মৃত্যু হয়েছে। এ ঘটনার সঙ্গে কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের বাসা থেকে দুধ মাখা ভাত, ছেঁড়া কাপড়, কিছু ওষুধের খোসাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা হয়নি, জানাল তেহরান

ঈদযাত্রায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪৩৮ জন

নব্য বাকশাল কায়েম করেছে সরকার: মির্জা ফখরুল

যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি

নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধ করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

আ.লীগের সব পর্যায়ের কমিটি গঠন ও সম্মেলন বন্ধ : কাদের

৪২ ডিগ্রি ছাড়াল চুয়াডাঙ্গার তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ

সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪২.৬ ডিগ্রি, ঢাকায় ৪০ পার

তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ৫ দিন বন্ধ ঘোষণা

শিল্পী সমিতির নির্বাচন : সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক ডিপজল নির্বাচিত

তাপপ্রবাহ : প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি না করানোর নির্দেশ