কুমিল্লা বোর্ডে ফেনী গার্লস ক্যাডেট কলেজ দ্বিতীয়
শনিবার মাধ্যমিক পরীক্ষা ফলাফলে কুমিল্লা বোর্ডের অধীনে ফেনী গালর্স ক্যাডেট কলেজ দ্বিতীয় স্থানসহ জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠান শীর্ষ স্থানে রয়েছে।
ফেনী গালর্স ক্যাডেট থেকে ৫৪ জন পরীক্ষার্থীর সকলেই জিপিএ-৫ পেয়েছে। ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২শ ২৭ জনের ১শ ৭৪ জন জিপিএ-৫ পেয়ে বোর্ডে পঞ্চম স্থান অধিকার করেছে। ফেনী পাইলট হাই স্কুলের ২শ ৪১ জনের মধ্যে ১শ ৮১ জন জিপিএ-৫ নিয়ে শতভাগ পাশ করে বোর্ডে ষষ্ঠ স্থান অধিকার করেছে।
এছাড়া শাহীন একাডেমী স্কুলের ৩শ ৩৩ জনের ১শ ২০ জন জিপিএ-৫ পেয়ে বোর্ডে ২০তম স্থান অধিকার করেছে। ফেনী সেন্ট্রাল হাইস্কুল থেকে ৩শ ০১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৬০ জন জিপিএ-৫ পেয়েছে।
অপরদিকে, মাদরাসা বোর্ডে ফেনীর আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা থেকে ২শ ২১ জন অংশগ্রহণ করে ১শ ০৪ জন জিপিএ ৫ পেয়েছে।