ঢাকা বোর্ডে সেরা সেরা ১০ স্কুল
২০১৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ঢাকা বোর্ডে এবার সেরা হয়েছে উত্তরা রাজউক মডেল স্কুল অ্যান্ড কলেজ। দ্বিতীয় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও তৃতীয় হয়েছে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ।
এছাড়া চতুর্থ মাইলস্টোন স্কুল, পঞ্চম মতিঝিল মডেল স্কুল, ষষ্ঠ ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল, সপ্তম আদমজী ক্যান্টনম্যান্ট স্কুল, অষ্টম মতিঝিল গভর্নমেন্ট বয়েজ স্কুল, ৯ম ডেমরার শামসুল হক খান হাইস্কুল এবং দশম স্থানে রয়েছে বিন্দুবাসিনী গর্ভনমেন্ট বয়েস স্কুল।
শনিবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এবার গড় পাসের হার ৯১.৩৪ শতাংশ। এ বছর জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৪২ হাজার ২৭৬ জন।
সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সব বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে ফলাফলের কপি হস্তান্তর করেন।
ঢাকা বোর্ডে পাসের হার ৯৩.৯৪ শতাংশ, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৯১.৪০ শতাংশ, সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৮৯.২৩ শতাংশ, বরিশাল শিক্ষাবোর্ডে পাসের হার ৯০.৬৬ শতাংশ, কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৮৯.৯২ শতাংশ, দিনাজপুর বোর্ডে পাসের হার ৯৩.২৬ শতাংশ, যশোর বোর্ডে পাসের হার ৯২.১৯ শতাংশ এবং রাজশাহী বোর্ডে পাসের হার ৯৬.৩৪ শতাংশ।
এছাড়া কারিগরি বোর্ডে পাসের হার ৮১.৯৭ শতাংশ, মাদ্রাসাবোর্ডে পাসের হার ৮৯.২৫ শতাংশ এবং ডিআইবিএস-এ পাসের হার ৯২.৬৭ শতাংশ।
শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৫ হাজার ৯২টি।
এবছর এসএসসি, দাখিল ও কারিগরি শিক্ষাবোর্ডে ১৪ লাখ ২৬ হাজার ৯২৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩ লাখ ৩৩১ জন।
৬ লাখ ৭৯ হাজার ৯৬১ জন ছেলে পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাসের হার ৯১.৮৪ শতাংশ।
এছাড়া ৬ লাখ ৩৬ হাজার ৩৭০ জন মেয়ে পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৯০.৮১ শতাংশ।