বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সনাকের মতবিনিময় সভা
সনাক ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে এবং টিআইবি’র সহায়তায় ১৫ মে’১৪ মীরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এসএমসি’র সদস্য, স্থানীয় নেতৃব্ন্দৃ, জনপ্রতিনিধির সাথে সনাকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সনাক সদস্য মোহাম্মদ আরজু’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল গফুর। মতবিনিময় সভার শুরুতে প্রধান শিক্ষক বিদ্যালয়ের কিছু সমস্যার কথা উল্লেখ করে বলেন- বিদ্যালয় সংলগ্ন পুকুর পাড় ভেঙে বিদ্যালয়ের মাঠ ও দুটি ভবন হুমকির মুখে রয়েছে, বিদ্যালয়ে টেবিল, চেয়ার ও বেঞ্চের স্বল্পতা। যা আছে তা বেশির ভাগ পুরাতন হয়ে গেছে অনেকগুলি আবার তার দিয়ে বেধে রাখা হয়েছে। বিদ্যালয়টিতে বর্তমানে বড় সমস্যা হয়ে দাড়িয়েছে বিদ্যালয়ের বিদ্যুৎ বিল পরিশোধ। বিদ্যুৎ লাইন আছে কিন্ত বিদ্যুৎ বিল পরিশোধের কোন ব্যবস্থা নেই এত দিন বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি যৌথ ভাবে বিল পরিশোধ করে আসছিল এভাবে আর কতদিন চলবে এ প্রশ্ন এখন বিদ্যালয় শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির। উক্ত সমস্যা সমাধানের জন্য প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি(চেয়ারম্যান) বার বার কথা দিলেও কোন প্রতিকার হচ্ছে না বলে জানান উপস্থিত সকলে। বিদ্যালয়ের উক্ত সমস্যা সমাধানের জোড় দাবী জানিয়েছে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি।মীরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বি গ্রেড থেকে এ গ্রেডে উন্নতি হয়েছে। বিগত কয়েক বছর যাবত ছাত্রছাত্রী ১০০% পাশের পাশাপাশি সমাপনীতে জিপিএ ৫ এর পাশাপাশি বৃত্তি পেয়ে আসছে তাই বিদ্যালয়ের এ সাফল্য ধরে রাখার জন্য উক্ত সমস্যা নিরসন করত বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন সনাক ব্রাহ্মণবাড়িয়া।সকলে আরো বলেন, বিদ্যালয়ের শিক্ষক, কমিটির সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দদের আরো দায়িত্বশীল হতে হবে, নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে এবং অভিভাবকদের সচেতনতার পাশাপাশি ছেলেমেয়েদের নিয়মিত বিদ্যালয়ে আনার ব্যবস্থা করতে হবে। সকলে সনাক ও টিআইবি’র এ ধরনের কার্যক্রমকে ধন্যবাদ জানান। সভায় বক্তব্য রাখেন সাবেক সনাক সভাপতি অধ্যাপক মো. শফিকুল বারী, প্রধান শিক্ষক তাছলিমা আক্তার, এরিয়া ম্যানেজার খোদেজা বেগম, মোঃ বাবুল মিয়া, মোঃ আবুল বাশার, মানসুরা বেগম, রফিয়া বেগম, আছমত আলী, মোঃ জয়নাল আবেদীন, হেলেনা বেগম প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং টিআইবি কর্মকর্তা ও ইয়েস সদস্যবৃন্দ।