শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে কসবায় প্রতিবেশীর লাঠির আঘাতে গৃহবধূ নিহত
প্রতিনিধি :: শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রতিবেশীর লাঠির আঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চারগাছ গ্রামে। নিহতের নাম আকলিমা আক্তার (৩২)। তিনি এই গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী। এলাকাবাসী ও পুলিশ জানায়, সকাল ১১টার দিকে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে আকলিমা আক্তারের সাথে প্রতিবেশী মামুন মিয়ার মায়ের কথা কাটাকাটি হয়। ঝগড়ার এক পর্যায়ে মামুন লাঠি দিয়ে আকলিমা আক্তারের মাথায় আঘাত করলে আকলিমা মাটিতে লুটিয়ে পড়ে। আহত অবস্থায় তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ঘটনার পরপর মামুন পালিয়ে যান। কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। আমরা ঘাতককে গ্রেপ্তারের চেষ্টা করছি।