শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ছালাম দিলিনা কেন: ট্রাইব্যুনালে কামরুলকে সাকা (ভিডিও)

kamrul-saka-300x178ডেস্ক রিপোর্ট : আন্তুর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সবাই ব্যস্ত যার যার মত। সংবাদ সংগ্রহের জন্য ব্যস্ত গণমাধ্যমের কর্মীরাও। টিভি সাংবাদিকরা ক্যামেরা নিয়ে প্রয়োজনীয় ফুটেজগুলো রেকর্ড করছে। এরই মধ্যে একটি ফুটেজে ধরা পরলো সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের সাথে সালাউদ্দিন কাদের চৌধুরীর আলাপচারিতার এক অসস্তিকর অংশ।


ভিডিওটিতে দেখা যায়, ট্রাইব্যুনালের হাজত খানায় দাড়িয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী ও মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। অন্যদিকে ট্রাইব্যুনালের সিড়ি দিয়ে নিচে আসতে থাকে তৎকালীন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।


তাকে দেখামাত্রই সাকা চৌধুরী কামরুল ইসলামকে ডাক দিয়ে বললেন, ঐ কামরুইল্লা ছালাম দিলিনা কেন? সাথে সাথে কামরুল ইসলাম বললেন, জি স্যার আচ্ছালামু আলাইকোম, সালাম দিলাম তো।


পরে সাংবাদিকরা এ বিষয়ে কামরুল ইসলামকে প্রশ্ন করলে তিনি একটা হাসি দিয়ে ঐ প্রশ্নটা এড়িয়ে যান।

https://www.youtube.com/watch?v=G6AMVQVpb2M